অমিত চক্রবর্তী
নালিতাবাড়ী প্রতিনিধি।।
শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে বন্যা কবলিতদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’ গত চারদিন যাবৎ ত্রাণসামগ্রী বিতরণ করছে।সেই ধারাবাহিকতায় বন্যার ৫ম দিন মঙ্গলবার -৮ অক্টোবর- দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী উপজেলায় প্রতিদিন বন্যার্ত হাজার মানুষের মাঝে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে।রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির বোতল নৌকা করে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের কাছে পৌঁছে দিচ্ছে।তরুণ সংগঠন-সেবক-এর ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান-সাবেক কমিশনার কামরুজ্জামান কামু,সাবেক মেম্বার মোঃ রফিক, কৃষিবিদ
সাজ্জাদ হোসেন তুলিপ-ব্যবসায়ী
মনির জাহিদি রেজভি-বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃআরিফ-
ইমরান চৌধুরী-রুহুল আমিন খোকন,রকিবুল হাসান রানা-আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য সেবক সংগঠক বনার প্রথম দিন তারা উদ্ধার কাজও করেন।কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন-
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ- তাদের পাশে দাঁড়ানো-সহায়তা ও সহযোগিতা করাই স্বেচ্ছাসেবী সংগঠন -সেবক-এর উদ্দেশ্য।দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রাখা সম্ভম হচ্ছে।