
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গত ১৬ বছর এ দেশে কোনো গণতন্ত্র ছিলো না। ছিলো আওয়ামী একনায়কতন্ত্র।
তারা দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আনন্দপল্লী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত দিনব্যাপী সদস্য -রুকন- শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার- তা’মিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও কর্ম পরিষদ সদস্য আবু সাঈদ মুন্না, জামায়েত ইসলামীর এডভোকেট ইসরাফিল- আবু হানিফ- হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন,শেখ হাসিনার সরকার আলেম ওলামাদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে । জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। পলাতক শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন- এখনো তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র-জনতা জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে যেভাবে তাদের পতন ঘটিয়েছে ঠিক সেভাবেই আগামীতে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে । দেশে এখনো সংস্কার বাকী আছে- তবে সংস্কারের জন্য দীর্ঘ সময় নেয়ার কোন সুযোগ নেই- যতটুকু সংস্কার করার মাধ্যমে একটি সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন করা যাবে ততটুকু সময় সংস্কারের জন্য দেয়া হবে।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা প্রসঙ্গে তিনি বলেন- স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতে ইসলামী সব সময় কাজ করে গেছেন আগামীতেও কাজ করবে, দেশের বিরুদ্ধে যারাই অবন্থান করবে তাদের বিরুদ্ধে এদেশের জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে।