Dhaka , Friday, 20 September 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাটহাজারিতে যানযট নিরসনে অভিযান।। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের উদ্যোগে সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।। নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা।। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে হামলা ভাংচুর- লুটপাট।। ঈদগাঁও ধলেশ্বরী নদীতে দেশীয় পোনা অবমুক্ত।। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান।। যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।। দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে এডভোকেসী সভা।। দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী সমাবেশ।। দেবহাটায় সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা।। লক্ষ্মীপুরে বন্যায় ১ হাজার ৪৭৬ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি।। মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগরপুরে উপজেলা বিএনপির সাংবাদিক সম্মেলন।। এ্যাডভোকেট তৌহিদ বকুলনেছা মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় বিএমএসএস এর শুভেচ্ছা ও অভিনন্দন।। চমক দেখালেন জেলা প্রশাসক- মরকখোলার মরা খালে পরিচ্ছন্নতা অভিযান।। শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক হবে না- মির্জা ফখরুল।। ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস হতাশ অন্য ঠিকাদাররা।। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা: অন্তবর্তীকালীন সরকারকে পুন- বিবেচনা করতে বললেন ফখরুল।। চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে এলকাবাসীর মানববন্ধন।। রংপুর মহানগর আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ডে।। চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন হুজরাপুর কাজিপড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার।। পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন এবং ০১টি ওয়ানশুটার গান উদ্ধার।। নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।। আন্দোলনে শহীদদের মামলা নিয়ে ব্যবসা চলছে সারজিস আলম।। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৪৮ জন শিক্ষক সংবর্ধিত।। রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিসহ ১৪ জনের নামে মামলা।।  ঝালকাঠিতে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা যুবক গ্রেপ্তার।। প্লাজমা সোসাইটি ইন মাটিয়াল এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি।। প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে হামলাকারি যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার।। নানা অনিয়মের অভিযোগ চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।।

প্রিপেইড মিটার চক্রান্তে প্রতিমাসে বাড়ছে বিদ্যুৎ বিল- ওজিপাডিকোর নয়ছয় বক্তব্যে ক্ষুব্ধ গ্রাহক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:25 pm, Tuesday, 27 August 2024
  • 7 বার পড়া হয়েছে

প্রিপেইড মিটার চক্রান্তে প্রতিমাসে বাড়ছে বিদ্যুৎ বিল- ওজিপাডিকোর নয়ছয় বক্তব্যে ক্ষুব্ধ গ্রাহক।।

বিশেষ প্রতিবেদক।।
   
   
বাসাবাড়ি থেকে শুরু করে ক্ষুদে ব্যবসায়ী এমনকি চা দোকানেও গত জানুয়ারী থেকে প্রতিমাসে বাড়ছে বিদ্যুৎ বিল। প্রতিমাসেই বিদ্যুৎ ব্যাবহারের মিটার রিডিং বাড়তি। এভাবে বাড়তে বাড়তে ৬০০ টাকার বিল হয়েছে ১৫০০ টাকা, আবার ১৫০০ টাকার বিদ্যুৎ বিল এখন ৩৬০০ টাকা হয়েছে বলে একাধিক অভিযোগ বরিশালে। এটাকে প্রিপেইড মিটার বসানোর জন্য চক্রান্ত বলছেন অনেকে। প্রিপেইড মিটার মানেই ফোন কোম্পানির মতো নিমিষেই টাকা নাই হবার ষড়যন্ত্র দাবী করে এই মিটার বসানোর প্রক্রিয়া বন্ধের দাবী ২৭ আগস্ট বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। 
বরিশালে বিদ্যুৎ বিলে কারসাজি নিয়ে অভিযোগ নতুন নয়, দীর্ঘদিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি -ওজিপাডিকো- বরিশালের  ১ ও ২ এর বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে কারসাজির অভিযোগ করে আসছিলেন গ্রাহকেরা। যার বাসায় আগে বিদ্যুৎ বিল আসতো ৬০০ টাকা- তার বাসায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল ১২০০ থেকে ১৪০০ টাকা আসতে শুরু করলে গ্রাহকদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়। গড় ইউনিট ব্যবহার ৩ মাসে একই হওয়ার পরও বিল তিনমাসে ২০০ বা ১৫০ টাকা বেশি করা হয়েছে এমন অনেক বিলের কাগজ দেখালেন গ্রাহকেরা। আর ওজিপাডিকো কর্মকর্তা তাদের থামিয়ে দিলেন মিটার রিডিং দেখানোর প্রশ্ন তুলে। সরেজমিনে এ চিত্র দেখা গেছে বরিশালের ওজিপাডিকো ১ কর্মকর্তার কক্ষে। 
পলাতক হাসিনা সরকারের সময়ে একবছরে অযৌক্তিক ভাবে  চারবার বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। যার সুযোগ নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে বিদ্যুৎ বিল সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও এগুলো সব মিটার রিডিং ধরেই করা এবং যৌক্তিক বলে দাবী করে  বিদ্যুৎ প্রশাসন ও ওজিপাডিকো কর্মকর্তারা গ্রাহকদের নয় ছয় বুঝিয়ে পার পেয়ে আসছেন বছরের পর বছর । এ নিয়ে বহুবার জেলা প্রশাসক বরাবরে লেখিত অভিযোগ জানানোর পরও আজ পর্যন্ত কোনো তদন্ত বা পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ গ্রাহকদের। তবে গত এপ্রিলে মিটার চার্জ নিয়ে আলোচনা শুরু হলে এখন তারা মিটার ভাড়া তুলে দিয়ে সেখানে ডিমান্ড চার্জ বসিয়ে বিলের রশিদ প্রদান করছেন। আর এ ডিমান্ড চার্জ তিনতলা একটি বাড়ির যদি সাতটি সাবমিটার থাকে তাহলে সাতটির সাথেই সংযুক্ত হচ্ছে। যদিও এটাকেও ন্যায্য বললেন ওজিপাডিকো কর্মকর্তা। তাদের বিল রশিদের যে বিষয়গুলোতে সাধারণ মানুষের কোনো ধারণা নেই তা হচ্ছে লাইফ লাইন এবং তার নীচে প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত ধাপগুলো। যার ৩টি ধাপই ব্যবহার হয় বাসাবাড়ির বিলের ক্ষেত্রে। সাথে আছে ভ্যাট ও ডিমান্ড চার্জ। 
সম্প্রতি গত জুন থেকে এই বিদ্যুৎ বিল নিয়ে রীতিমতো প্রতারণার হচ্ছে বলে একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন ফ্লাটবাড়িসহ অফিস আদালতের বাসিন্দারাও। তাদের দাবী প্রিপেইড মিটার বসানোর একটা প্রক্রিয়া চলছে শুনতে পেয়েছি। ঢাকায় যারা এই প্রিপেইড মিটার ব্যবহার করছে- বিশেষ করে মীরপুরের অনেক গ্রাহকই এখন শান্তিতে নেই। ২ হাজার টাকা ভরে একসপ্তাহ চলতে পারেন না। টাকা না ভরলে অটোমেটিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটি অত্যাধুনিক প্রতারণা। তাই বরিশালে আমরা এটা চাইনা। 
২৭ আগস্ট বরিশাল ওজিপাডিকো এক এর সামনে এ নিয়ে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন শেষে স্মারকলিপি দেয়া হয়েছে ওজিপাডিকো নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ বরিশালের জেলা প্রশাসকের হাতেও। এসময় কয়েকজন গ্রাহক অভিযোগ করেন- গত এপ্রিল থেকেই প্রতিমাসে বিদ্যুৎ বিল বাড়ছে। এটা এই প্রিপেইড মিটার বসানোর জন্য একটা চক্রান্ত কর্মকর্তাদের।
 এ নিয়ে প্রশ্ন করলে গত জুলাইয়ে ওজিপাডিকো দুই কর্মকর্তারা বলেছেন- জুন জুলাইয়ে একটু বাড়তি বিল করা হয় বিগত মাসের ঘাটতি কমাতে। 
কীসের ঘাটতি জানতে চাইলেও দেয়া হয় ছয়-নয় উত্তর। বলেন- জুন ও জুলাইয়ের আগে বিগত আগস্ট থেকে চলতি মে পর্যন্ত আমরা মিটার রিডিং কিছুটা কম লেখি। আমরা সবসময় জিরো ও পাঁচ এর মধ্যে রিডিং না করলে হিসাব মেলাতে সমস্যা হয়। তাই অনেক রিডিং দু-চার ইউনিট কমিয়ে বা বাড়িয়ে এ্যাডজাস্ট করতে হয়। জুন জুলাইতে এসেই এটা এ্যাডজাস্ট করা হয় বলে জানান তারা। 
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পদত্যাগ ও পলায়নের পর সবকিছুর পরিবর্তন ঘটে। অনেক প্রতিষ্ঠান এখন সততার পথে হাঁটলেও বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। উল্টো এই সুযোগে বিদ্যুৎ বিল ছয়-নয় করে এদের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারী জনগণের সাথে রীতিমতো প্রতারণা শুরু করেছে বলে জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। তারা বলেন- পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সরকারি সব দপ্তরসহ এই বিদ্যুৎ অফিসেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।  
বরিশালের সাধারণ মানুষের অভিযোগ- প্রথমত: বিদ্যুৎ বিভাগ মিটার বিক্রি করে দিয়ে সেই মিটারের আবার ভাড়া যুক্ত করেছে তাদের রশিদে। দ্বিতীয়ত: গড় পরতায় ২৫০ ইউনিট বিদ্যুৎ বিল তিনমাসে তিনরকম কি করে হয়?
তৃতীয়ত: ডিমান্ড চার্জ কি এবং কেন? 
চতুর্থত: একই সংযোগে নির্দিষ্ট ইউনিট ব্যবহারের সীমারেখা কেন হবে? কেন ১৪০ ইউনিট পার হলেই দ্বিগুণ বিল রিড হবে?
একজন ফ্লাট বাড়ির বাসিন্দা জানালেন তারঘরে মাত্র দুজন লোকের বসাবাস। একটি ফ্যান, ফ্রিজ এবং বৈদ্যুতিক চুলায় দিনে একবার রান্না হয়। গত জানুয়ারী মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল ৬৫৩ টাকা- এরপর মে মাসে তার বিদ্যুৎ বিল হয় ৮৭৭ টাকা। জুন মাসে একই বিল ১৪৪০ টাকা এবং গতমাসে অর্থাৎ জুলাই মাসে তা ১৭৬৪ টাকা বিল পরিশোধ করেন তিনি। এসময় তার প্রশ্নের উত্তরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, আগস্টে আবার কমে যাবে এই বিল।কিন্তু চলতি আগস্টেও তার বিদ্যুৎ বিল ১৮৪৬ টাকা দেখে তিনি হতবাক হয়ে পরেন এবং ছুটে আসেন পত্রিকা অফিসে। বিলগুলো দেখিয়ে বলেন, গত জানুয়ারিতে ৬০০ টাকার বিল কি করে আগস্টে ১৮০০ টাকার উপরে হয়, দয়া করে তদন্ত করে দেখুন।
বিষয়টি নিয়ে ওজিপাডিকো এক বরিশালের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, আমাকে আগে আপনার বর্তমান মিটার রিডিং দেখাতে হবে। আমরা সবসময় জিরো বা পাঁচ এডজাস্ট করে বিল করি। বিল বাড়ানো বা কমানোর সুযোগ নেই। এটা নেহাত অজ্ঞতাজনিত অভিযোগ। আপনি হয়তো আয়রণ বা ইলেকট্রনিক চুলা বা এসি ব্যবহার করছেন কিম্বা ঘরে লোকসংখ্যা এসময় বেশি হয়েছে, ফ্যান একটা বেশি চলেছে। যে কারণে আপনার বিল বেশি হয়েছে বলে জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

হাটহাজারিতে যানযট নিরসনে অভিযান।।

প্রিপেইড মিটার চক্রান্তে প্রতিমাসে বাড়ছে বিদ্যুৎ বিল- ওজিপাডিকোর নয়ছয় বক্তব্যে ক্ষুব্ধ গ্রাহক।।

আপডেট সময় : 02:49:25 pm, Tuesday, 27 August 2024
বিশেষ প্রতিবেদক।।
   
   
বাসাবাড়ি থেকে শুরু করে ক্ষুদে ব্যবসায়ী এমনকি চা দোকানেও গত জানুয়ারী থেকে প্রতিমাসে বাড়ছে বিদ্যুৎ বিল। প্রতিমাসেই বিদ্যুৎ ব্যাবহারের মিটার রিডিং বাড়তি। এভাবে বাড়তে বাড়তে ৬০০ টাকার বিল হয়েছে ১৫০০ টাকা, আবার ১৫০০ টাকার বিদ্যুৎ বিল এখন ৩৬০০ টাকা হয়েছে বলে একাধিক অভিযোগ বরিশালে। এটাকে প্রিপেইড মিটার বসানোর জন্য চক্রান্ত বলছেন অনেকে। প্রিপেইড মিটার মানেই ফোন কোম্পানির মতো নিমিষেই টাকা নাই হবার ষড়যন্ত্র দাবী করে এই মিটার বসানোর প্রক্রিয়া বন্ধের দাবী ২৭ আগস্ট বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। 
বরিশালে বিদ্যুৎ বিলে কারসাজি নিয়ে অভিযোগ নতুন নয়, দীর্ঘদিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি -ওজিপাডিকো- বরিশালের  ১ ও ২ এর বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে কারসাজির অভিযোগ করে আসছিলেন গ্রাহকেরা। যার বাসায় আগে বিদ্যুৎ বিল আসতো ৬০০ টাকা- তার বাসায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল ১২০০ থেকে ১৪০০ টাকা আসতে শুরু করলে গ্রাহকদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়। গড় ইউনিট ব্যবহার ৩ মাসে একই হওয়ার পরও বিল তিনমাসে ২০০ বা ১৫০ টাকা বেশি করা হয়েছে এমন অনেক বিলের কাগজ দেখালেন গ্রাহকেরা। আর ওজিপাডিকো কর্মকর্তা তাদের থামিয়ে দিলেন মিটার রিডিং দেখানোর প্রশ্ন তুলে। সরেজমিনে এ চিত্র দেখা গেছে বরিশালের ওজিপাডিকো ১ কর্মকর্তার কক্ষে। 
পলাতক হাসিনা সরকারের সময়ে একবছরে অযৌক্তিক ভাবে  চারবার বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। যার সুযোগ নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে বিদ্যুৎ বিল সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও এগুলো সব মিটার রিডিং ধরেই করা এবং যৌক্তিক বলে দাবী করে  বিদ্যুৎ প্রশাসন ও ওজিপাডিকো কর্মকর্তারা গ্রাহকদের নয় ছয় বুঝিয়ে পার পেয়ে আসছেন বছরের পর বছর । এ নিয়ে বহুবার জেলা প্রশাসক বরাবরে লেখিত অভিযোগ জানানোর পরও আজ পর্যন্ত কোনো তদন্ত বা পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ গ্রাহকদের। তবে গত এপ্রিলে মিটার চার্জ নিয়ে আলোচনা শুরু হলে এখন তারা মিটার ভাড়া তুলে দিয়ে সেখানে ডিমান্ড চার্জ বসিয়ে বিলের রশিদ প্রদান করছেন। আর এ ডিমান্ড চার্জ তিনতলা একটি বাড়ির যদি সাতটি সাবমিটার থাকে তাহলে সাতটির সাথেই সংযুক্ত হচ্ছে। যদিও এটাকেও ন্যায্য বললেন ওজিপাডিকো কর্মকর্তা। তাদের বিল রশিদের যে বিষয়গুলোতে সাধারণ মানুষের কোনো ধারণা নেই তা হচ্ছে লাইফ লাইন এবং তার নীচে প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত ধাপগুলো। যার ৩টি ধাপই ব্যবহার হয় বাসাবাড়ির বিলের ক্ষেত্রে। সাথে আছে ভ্যাট ও ডিমান্ড চার্জ। 
সম্প্রতি গত জুন থেকে এই বিদ্যুৎ বিল নিয়ে রীতিমতো প্রতারণার হচ্ছে বলে একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন ফ্লাটবাড়িসহ অফিস আদালতের বাসিন্দারাও। তাদের দাবী প্রিপেইড মিটার বসানোর একটা প্রক্রিয়া চলছে শুনতে পেয়েছি। ঢাকায় যারা এই প্রিপেইড মিটার ব্যবহার করছে- বিশেষ করে মীরপুরের অনেক গ্রাহকই এখন শান্তিতে নেই। ২ হাজার টাকা ভরে একসপ্তাহ চলতে পারেন না। টাকা না ভরলে অটোমেটিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটি অত্যাধুনিক প্রতারণা। তাই বরিশালে আমরা এটা চাইনা। 
২৭ আগস্ট বরিশাল ওজিপাডিকো এক এর সামনে এ নিয়ে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন শেষে স্মারকলিপি দেয়া হয়েছে ওজিপাডিকো নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ বরিশালের জেলা প্রশাসকের হাতেও। এসময় কয়েকজন গ্রাহক অভিযোগ করেন- গত এপ্রিল থেকেই প্রতিমাসে বিদ্যুৎ বিল বাড়ছে। এটা এই প্রিপেইড মিটার বসানোর জন্য একটা চক্রান্ত কর্মকর্তাদের।
 এ নিয়ে প্রশ্ন করলে গত জুলাইয়ে ওজিপাডিকো দুই কর্মকর্তারা বলেছেন- জুন জুলাইয়ে একটু বাড়তি বিল করা হয় বিগত মাসের ঘাটতি কমাতে। 
কীসের ঘাটতি জানতে চাইলেও দেয়া হয় ছয়-নয় উত্তর। বলেন- জুন ও জুলাইয়ের আগে বিগত আগস্ট থেকে চলতি মে পর্যন্ত আমরা মিটার রিডিং কিছুটা কম লেখি। আমরা সবসময় জিরো ও পাঁচ এর মধ্যে রিডিং না করলে হিসাব মেলাতে সমস্যা হয়। তাই অনেক রিডিং দু-চার ইউনিট কমিয়ে বা বাড়িয়ে এ্যাডজাস্ট করতে হয়। জুন জুলাইতে এসেই এটা এ্যাডজাস্ট করা হয় বলে জানান তারা। 
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পদত্যাগ ও পলায়নের পর সবকিছুর পরিবর্তন ঘটে। অনেক প্রতিষ্ঠান এখন সততার পথে হাঁটলেও বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। উল্টো এই সুযোগে বিদ্যুৎ বিল ছয়-নয় করে এদের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারী জনগণের সাথে রীতিমতো প্রতারণা শুরু করেছে বলে জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। তারা বলেন- পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সরকারি সব দপ্তরসহ এই বিদ্যুৎ অফিসেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।  
বরিশালের সাধারণ মানুষের অভিযোগ- প্রথমত: বিদ্যুৎ বিভাগ মিটার বিক্রি করে দিয়ে সেই মিটারের আবার ভাড়া যুক্ত করেছে তাদের রশিদে। দ্বিতীয়ত: গড় পরতায় ২৫০ ইউনিট বিদ্যুৎ বিল তিনমাসে তিনরকম কি করে হয়?
তৃতীয়ত: ডিমান্ড চার্জ কি এবং কেন? 
চতুর্থত: একই সংযোগে নির্দিষ্ট ইউনিট ব্যবহারের সীমারেখা কেন হবে? কেন ১৪০ ইউনিট পার হলেই দ্বিগুণ বিল রিড হবে?
একজন ফ্লাট বাড়ির বাসিন্দা জানালেন তারঘরে মাত্র দুজন লোকের বসাবাস। একটি ফ্যান, ফ্রিজ এবং বৈদ্যুতিক চুলায় দিনে একবার রান্না হয়। গত জানুয়ারী মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল ৬৫৩ টাকা- এরপর মে মাসে তার বিদ্যুৎ বিল হয় ৮৭৭ টাকা। জুন মাসে একই বিল ১৪৪০ টাকা এবং গতমাসে অর্থাৎ জুলাই মাসে তা ১৭৬৪ টাকা বিল পরিশোধ করেন তিনি। এসময় তার প্রশ্নের উত্তরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, আগস্টে আবার কমে যাবে এই বিল।কিন্তু চলতি আগস্টেও তার বিদ্যুৎ বিল ১৮৪৬ টাকা দেখে তিনি হতবাক হয়ে পরেন এবং ছুটে আসেন পত্রিকা অফিসে। বিলগুলো দেখিয়ে বলেন, গত জানুয়ারিতে ৬০০ টাকার বিল কি করে আগস্টে ১৮০০ টাকার উপরে হয়, দয়া করে তদন্ত করে দেখুন।
বিষয়টি নিয়ে ওজিপাডিকো এক বরিশালের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, আমাকে আগে আপনার বর্তমান মিটার রিডিং দেখাতে হবে। আমরা সবসময় জিরো বা পাঁচ এডজাস্ট করে বিল করি। বিল বাড়ানো বা কমানোর সুযোগ নেই। এটা নেহাত অজ্ঞতাজনিত অভিযোগ। আপনি হয়তো আয়রণ বা ইলেকট্রনিক চুলা বা এসি ব্যবহার করছেন কিম্বা ঘরে লোকসংখ্যা এসময় বেশি হয়েছে, ফ্যান একটা বেশি চলেছে। যে কারণে আপনার বিল বেশি হয়েছে বলে জানান তিনি।