মো: মফিদুল ইসলাম সরকার রংপুর।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদ হওয়া পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের শহীদ মামুন এবং জুয়ানের চরের মঞ্জু মিয়ার পরিবারের খোজ খবর নিতে গ্রামের বাড়িতে গেলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন- সহকারী কমিশনার ভূমি ইফতিসাম প্রীতি -পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার- ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক উভয় পরিবারকে খাদ্র্য সামগ্রী তুলে দেওয়ার পাশা-পাশি খোঁজ খবর নিয়েছেন। পীরগাছা উপজেলার সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিম- জামিল- সোহেল- জুয়েল- উল্লাস- মোশারফ- মারিফুল- রিফাত- খলিল- শাদ- রিমন- সোলাইমান প্রমুখ।