
শাহিন ফকির
১৫ ই মার্চ শনিবার পিরোজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর সদর উপজেলার সিও অফিস চত্বরে অল্পআয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে তার সাথে পিরোজপুর জেলা যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে আমরা এই ইফতার সামগ্রী আপনাদের হাতে তুলে দেবো,এইভাবে আজ থেকে বাকি রমজানগুলোতে আমরা চেষ্টা করবো রোজাদারদের হাতে ইফতারি পৌঁছে দিতে।আমি আশা করি আপনারা এই ইফতারি মনের খুশিঁতে গ্রহণ করবেন এবং দেশনায়ক তারেক রহমান,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কে যেনো আল্লাহ বেহেশতবাসী করেন সে জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন,আপনাদের সকলের সহযোগিতায় এদেশে একটি সুন্দর সুষ্ট নির্বাচন হবে,সেই নির্বাচনে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলে বিএনপি ক্ষমতায় যাবে,সবসময় জনগণের সাথে আমরা থাকতে চাই,জনগণের ভাষা আমরা বুঝতে চাই।
সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি সাধারণ মানুষের মাঝে ইফতারি তুলে দেন।