
পাবনা প্রতিনিধি।।
র্যাব-১২ পাবনার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার আরও ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
৩০ আগস্ট রাতে পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার পলাতক মোঃ সাদ্দাম প্রামানিক -৩৬- কে গ্রেফতার করে। গ্রেফতার সাদ্দাম পাবনা সদর থানার কৃষ্ণপুর এলাকার আসলাম প্রামানিকের ছেলে।
এর আগে একই ঘটনায় গত ২৬ জুন এ মামলার পলাতক আসামী মোঃ জামরুল সরদার -৪০- ও মোঃ উজ্জল খাঁ -৪৫- কে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু -৪৫- নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান নলদহ নতুনপাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন বাবু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে।
এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।