
পাইকগাছা খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের সরকারি প্রকল্পের নানা অনিয়ম ও অব্যহত ষড়যন্ত্রের বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার এর কার্যলয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জুলেখা খাতুন বলেন, আমি দীর্ঘদিন ধরে চাঁদখালী ইউনিয়নের ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে সুনামের সহিত জনসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি।
অপরদিকে আমেরিকা প্রবাসী শাহজাদা মোঃ আবু ইলিয়াস গত ইং- ২০২১ সালের নির্বাচনে ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হোন। তিনি আরো বলেন- খুলনার শেখ পরিবারের সাথে শাহজাদার দহরম মহরম সম্পর্কের কারনে চেয়ারম্যানি দায়িত্ব পাওয়ার পর থেকে জামাত বিএনপির নেতা কর্মীর নামে বিভিন্ন মিথ্যা মামলা মকদ্দমা সহ টাকার গরমে সাধারণ মানুষকে হেয়প্রতিপন্ন করা ও নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। এছাড়াও শাহজাদা চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন সময়ে ততকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পরিষদের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যদের তাহার নিজ খরচে বাধ্যতামূলকভাবে নিয়ে যেতেন। আমরাও নিরুপায় হয়ে তাহার সফরসঙ্গী হয়ে যেতে বাধ্য হতাম।
জুলেখা খাতুন সংবাদ সম্মেলনে আরো বলেন- চেয়ারম্যান শাহজাদা সরকারি -পিআইও- অফিসের বিভিন্ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকার কাজ আমাকে সহ অন্যান্য মেম্বারদের মাধ্যমে করিয়ে সমস্ত টাকা নিজে হাতিয়ে নিতেন। যাহার সকল প্রমানাদি আমার কাছে সহ অন্যান্য মেম্বারদের কাছে সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য- বিগত সরকার পরিবর্তনের পর বর্তমানে আমি তাহার এধরনের অন্যায় কাজের প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত রয়েছেন। এছাড়াও পরিষদের কয়েকজন সদস্য’র বিরুদ্ধে আগে-পিছে এমন ষড়যন্ত্র করেছেন চেয়ারম্যান। সর্বশেষ গত ইং- ৫ ই আগষ্টে সরকার পরিবর্তন হওয়ার পর চেয়ারম্যান আমেরিকায় তাহার নিজ ঠিকানা পাড়ি জমিয়েছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। তবুও থেমে থাকেনি তাহার চক্রান্ত ও ষড়যন্ত্র। এলাকায় তাহার কিছু অনুসারীদের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে হয়রানি সহ মানহানি করার লক্ষে মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ ইউএনও স্যারের দপ্তরে দায়ের করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ নিয়ে গত ইং- ১৬-০১-২০২৫ তারিখ অগ্রযাত্রা প্রতিদিন নামে একটি নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে।
একারণে সংবাদ সম্মেলন এর মাধ্যমে ইউপি সদস্য জুলেখা খাতুন উক্ত নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মাসাৎ সহ নানা ধরনের অপকর্ম ও অনিয়মের বিচারের দাবীতে প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।