
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছা উপজেলার ৯৬ জন গ্রাম পুলিশদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পোশাক- সোয়েটার- জুতা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস- জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন- প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম- মোঃ আব্দুল্লাহ সরদার- জাহাঙ্গীর আলম সানা- সুকুমার কবিরাজ- পিযুষ কান্তি মন্ডল- বাবলু সরদার- ইউনুস মোড়ল- খোরশেদুজ্জামান- আব্দুল্লাহ আল মামুন প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান- সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ- সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন- পেশকার মোহাম্মদ ইব্রাহিম- গ্রাম পুলিশ এসোসিয়েশন এর সভাপতি আফসার আলী গাজী- সাধারণ সম্পাদক কালিপদ ও লিটন গাজী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য।