মাইদুল হাসান
জলঢাকা -নীলফামারী- প্রতিনিধি।।
নীলফামারীর জলঢাকায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং ভূমিদস্যু নজরুল ইসলাম গং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাকিব ইসলাম -২৮- নামের এক ভুক্তভোগী। ১৩ অক্টোবর -রোববার- দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাকিব ইসলাম। লিখিত বক্তব্যে সাকিব ইসলাম বলেন- প্রতিবেশী ১। মোঃ নজরুল ইসলাম -৫০- পিতা- মোঃ হছর উদ্দীন- ০২।
মোঃ আমির উদ্দীন -৬০- পিতা- মৃত নছির উদ্দীন- ০৩। শফিকুল ইসলাম -৪০- পিতা- আমির উদ্দীন- ০৪। মোঃ আতিকুল ইসলাম -৩২- পিতা আমির উদ্দীন- ০৫। মোঃ আলিফ নুর -৪০-পিতা- মৃত কছর উদ্দীন-০৬। মোছাঃ অপেয়া বেগম -৫৫- স্বামী- আমির উদ্দীন, ০৭। মোঃ জুয়েল ইসলাম-৩১- পিতা-হছর উদ্দীন- ০৮। মোঃ শাহা আলম -৩৫- পিতা- মছর উদ্দীন, ০৯। মোঃ আলম হোসেন -৪০- পিতা- মছর উদ্দীন, ১০। মোছাঃ ফেন্সি বেগম -৪২- স্বামী- জিয়ারুল ইসলাম সহ আরও অনেকে তার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত জবরদখলের পায়তারা করে আসছেন। গত ১১ অক্টোবর উক্ত ব্যক্তিরা তার বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে বসতবাড়িতে অগ্নিসংযোগ চালায়। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিগতে সময়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অব্যাহত রেখেছে। তার বাবার পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি যেকোন সময় জবরদখল করতে পারে? সাকিব সহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুকতেছে। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, নজরুল ইসলাম গংরা ভূমিদস্যু বটে। নজরুলরা বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এর নজ্য সাকিব ন্যায় বিচারের দাবি জানিয়েছে। তিনি গত ১২-১০-২০২৪ইং তারিখে জলঢাকা থানায় ভূমিদস্যু নজরুল ইসলাম সহ ১০ জন ও অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা করেছেন। মামলা করায় আসামিরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে।