
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে বাঁধা দেওয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন ও তার গাড়িচালক মোঃ ইয়াছিন বাদশা।
এসময় তাদের কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট ও এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার (৩০ শে সেপ্টেম্বর) ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরে শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন ও তার গাড়িচালক মোঃ ইয়াছিন বাদশা ব্যাক্তিগত গাড়ীতে ঢাকা থেকে চট্রগ্রামে যাচ্ছিলেন। কিন্তুু মেঘনা সেতুর টোল প্লাজায় টোল নিতে ধীরগতি হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এ সুযোগে কয়েকজন মুখোশধারী তাদের গাড়ী চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা মোবাইল লুট করে। এতে বাঁধা দিলে ওসি ও তার গাড়ী চালককে কুপিয়ে আহত করে ডাকাতদল। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা ওসি ও তার চালককে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম একটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।