মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কিল্লারপুল কলেজের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার -১৮ সেপ্টেম্বর- সকালে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এসময় স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নপত্রের অনিয়ম- সিলেবাস বর্হিভুত প্রশ্ন তৈরি- বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্য- শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ তৈরি করা- সহকারী শিক্ষকদের সাথে দূর্ব্যবহার- অশ্রাব্য ও অশ্লীল ভাষায় অপমান করা- দুর্নীতি ও নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগ আনেন শিক্ষার্থীরা।
এসময় অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবি করেন সাবেক ও বর্তমান অভিভাবকসহ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।