অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৬৫ বন্দির আত্মসমর্পণ করছেন।
নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের পর কারাগার থেকে বেরিয়ে আসা ৮২৬ জন কয়েদির মধ্যে এ পর্যন্ত ৪৬৫ জন আত্মসমর্পণ করেছেন।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পলাতক আসামিদের আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করার পর মঙ্গলবার থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১২৮ জন কারাবন্দী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আদালত সহ জেলার ৭ টি থানার মাধ্যমে বিভিন্ন সময় মোট ৪৬৫ টি কারাবন্দী আত্মসমর্পণ করেছেন বলে জানা যায়। তাদের মধ্যে চারজন নারী কারাবন্দীও রয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম।
এছাড়া কারাগার থেকে পলাতক ৯ জন জঙ্গির মধ্যে মৌসুমি এবং খাদিজা নামে দুইজন নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে অ্যান্ট্রি টেরিজম স্কোয়াড।
অন্য দিকে কারাগার থেকে লুট হওয়া ৮৫ টি রাইফেলের মধ্যে ৩৯ টি এবং ৮ হাজার ১৫ টি গুলির মধ্যে এক হাজার ৬৭ টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়।
বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার – উল- জামান বুধবার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন। তবে গনমাধ্যমের সাথে তিনি কোন কথা বলেননি।
কারাগার থেকে পালানো সব বন্দি আত্মসমর্পণ করা না পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।