
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে ধর্মীয় সম্প্রীতি- শুভেচ্ছা বিনিময় ও সমবেত প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিস্টের জন্মদিন -বড়দিন- উদযাপন করা হয়েছে।
২৫শে ডিসেম্বর বুধবার নরসিংদী জেলার একমাত্র ধর্ম চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গনে এ. জি সার্চের আয়োজনে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়। বড়দিন উপলক্ষে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়।
যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ধর্মযাজক ও এ. জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী- নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী পুনাকের সভানেত্রী খুরর্শিদা শবনব- পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- এ এইচ এম ফখরুল হোসাইন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন প্রমুখ।