দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে গবাদী পশু -গরু- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ গবাদী পশু -গরু- প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি- উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ- মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন- উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান- সমবায় অফিসার মনোজিত মন্ডল- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু- বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ উপকারভোগীরা।