এম. শাহাবুদ্দিন রাজশাহী।।
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি- আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত।
দুর্গাপুর উপজেলা চত্বরে রবিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি- আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তারের সঞ্চালনায় ও সহকারী কমিশনার সুমন চৌধুরীর সভাপতিত্বে,- আলোচনা সভায় উপস্থিত ছিলেন- তৌহিদুর রহমান- দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার- দুর্গাপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম- নওপাড়া ও ঝালুকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গন সহ স্কুল- মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স এর কর্মকর্তারা একটি দৃষ্টিনন্দন মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন।