তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের স্বদিচ্ছা ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।কেক কাটার মধ্যে স্বদিচ্ছা ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত শুক্রবার সারাদিন ব্যাপী উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং পুরস্কার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মে.নুর নবী ও উদ্বোধক ছিলেন ছিলেন স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রহিম ভূইয়া।স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. একরাম সরকারের পরিচালনায় সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং পুরস্কার বিতরণ করা হয়।