তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আগামী ৫ অক্টোবর শনিবার সাতানী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে সফল করার লক্ষে গত মঙ্গলবার বিকেলে পুরান বাতাকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.কামরুজ্জামান হিরা।সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন দারোগার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম সওদাগর,সাংগঠনিক সম্পাদক মো.রাসেল মেম্বার- গিয়াস উদ্দিন- আবদুল হক মেম্বার- উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.জাকির সওদাগর,উপজেলা যুব দলের সদস্য মো.রোকন উদ্দিন-
সাতানী ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.আলমগীর হোসেন আলমসহ উপজেলা ও সাতানী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।