তিতাস- কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের ছয়টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকালে বাতাকান্দি বাজার ও বিকেলে আসমানিয়া বাজারে এই বৃক্ষ রোপণ ও বিতরণের কর্মসূচী অনুষ্ঠিত হয়।ভিডিও কলের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীতে যুক্ত হয়ে প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন- একটা গাছ একটা প্রাণ- গাছ মানুষের পরম বন্ধু।
গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই।বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা করায় সামনে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন- রামভদ্রা যুব কল্যাণ পরিষদ- সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন- এসফা- আলোর বাঁহন- তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ৪ টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন- জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব,এসফা’র সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা- আলোকিত মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া- আলোর বাঁহন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সুপ্ত- আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মানিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।