তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে কুমিল্লার তিতাসের গোমতীর পাড়ের ১০ গ্রাম প্লাবিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক- ফসিল জমি ও মাছের ঘের। বনার্তদের সহযোগিতায় কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।প্লাবিত গ্রাম গুলো হচ্ছে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি-দুলারামপুর-হরিপুর-দাসকান্দি-গোশকান্দি ও ভিটিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
কলাকান্দি ইউনিয়নের আফজলের কান্দি এবং জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রাম। এছাড়াও গোমতী নদীর পাড়ের কয়কটি পরিবারের বসত ভিটা গোমতীর করাল গ্রাসে ভাঙ্গনের স্বীকার হয়ে নদী গর্ভে বিলিন হয়ে গেছে নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের নদীর পাড়ের বসত বাড়ি ও দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের নদীর পাড়ের বসত বাড়ি।তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুমাইয়া মমিন বলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ও কলাকান্দি ইউনিয়ন ও জিয়ারকান্দি ইউনিয়নে গোমতী নদী পাড়ের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং নারান্দিয়া ইউনিয়নে গোমতী নদী পাড়ের কয়েকটি পরিবার নদী ভাঙ্গনের স্বীকার হয়েছে। ২২ আগষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি এবং সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলে আসছি। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানদেরকে বলা হয়েছে এলাকায় মাইকিং করার জন্য- সবাই যেনো বন্যা আশ্রয় কেন্দ্রে চলে যায়। এছাড়াও ৪ টি ইউনিয়নে একটন করে ৪ টন চাউল দিয়েছি বন্যার্তদের মাঝে দেওয়ার জন্য।