
সাব্বির হাসান
স্টাফ রিপোর্টার -যশোর।।
যশোরের মণিরামপুর ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির কর্মীর মানোন্নয়ন ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টার সময় ঢাকুরিয়া প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ আলীর সভাপতিত্বে যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। এ সময় প্রধান অতিথি বলেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পুর্ণগঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা।
কেউ যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে তাৎক্ষণিক প্রতিহত করতে হবে। যারা ঢাকুরিয়া ইউনিয়নে বিএনপির নামে বিভিন্ন ধরণের গুজব ছড়ানো ও দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আমরা তাদেরকে প্রতিহত করব।
তিনি আরোও বলেন জাতীয়তবাদী বিএনপি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে গেলে আমাদের সকলকে একতাবদ্ব থাকা অত্যাবশ্যকীয়।তাই আমাদেরকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গ্রামে গ্রামে কাজ করে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ- ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মতিয়ার রহমান। হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী- যুগ্ম আহবায়ক নবিরুজ্জামান আজাদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন টুকু- আনিচুর রহমান- মিজানুর রহমান মোল্লা- ইউনিয়ন বিএনপির সদস্য বোরহানুল ইসলাম- শামসুজ্জামান দিপু,মজিবর,জাহাঙ্গীর হোসেন- সাজিম সরদার। যুবদল নেতা সোহেল- সালাউদ্দিন- জসিম উদ্দিন- ফারুক হোসেন- মামুন হোসেন- সোহাগ হোসেন- সাগর হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।