
মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো: নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
সোমবার -২৪ ফেব্রয়ারি- এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার -সাভার সার্কেল- মো: শাহীনুর কবির।
ওসিকে ক্লোজ করার কারন জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক কারনে তাকে প্রত্যাহার করা হয়েছে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, রবিবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে অভিনেতা আজাদের উপর দুর্বৃত্তের গুলির ঘটনাসহ বেশকিছু অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত ০৮ জানুয়ারী আশুলিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন মো: নূর আলম সিদ্দিক। তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে আশষ্কাজনক হারে।