মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় মসজিদে আজানরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মুয়াজ্জিন আনছার আলী হাওলাদার -৫৮-।
বুধবার বিকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন আনছার আলী একই গ্রামের প্রয়াত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. মুরাদ আলী।
বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান- নিহত আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। বিকেলে আসরের আজান দেয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন- খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।