
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের দন্ড নিরশনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার সকাল ১১ টায় ইউনিয়নের ঘাঘটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভা অনুষ্টিত হয়। জানাযায়, গ্রামের দু পক্ষ দীর্ঘ ৪ বছর ধরে মামলা হামলার শিকার হয়ে থানা থেকে আদালত পর্যন্ত বাদী,বিবাদীর উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে।
সেই মামলা নিরশনের জন্য ছুটে আসেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বাদী, বিবাদীদের মিলিয়ে দেওয়া হয়েছে পাশাপাশী দুপক্ষের লোকজনকে একত্রে চলাফেরার করার জন্য পরামর্শ প্রদান করেন, যার যার মামলা তুলে নেওয়ার জন্য তিনি বলেন।
দন্ড নিরসনের সময় সকলেই এমপি মহোদয়ের কথা দুপক্ষ মেনে নিয়ে দু পক্ষের মিলন মেলায় পরিনত হয়।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান মেহমান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোজাম্মাদ আলী, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের সহ স্থানীয় সরকার ও
আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।