
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় শুভ উদ্ধোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার দুপুরে ১ ঘটিকায় ইউনিয়নের চানপুর বাজারে অনুষ্টিত হয়। জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে সুরমা নদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। ওর্য়াড আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা মহিলালীগের ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আল্লাহুর অশেষ রহমতে ধর্মপাশা,মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ নিয়ে নির্বাচনী এলাকা। সুনামগঞ্জ-১ আসন। আমি ৪টি উপজেলায় ৪৩ তম আওয়ামীলীগের দলীয় কার্যালয় শুভ উদ্ধোধন করেছি। এমপি রতন আরও বলেন, আওয়ামীলীগের দলীয় কার্যালয় স্থাপনের কারণে দলীয় কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা হবে বলে আমি বিশ্বাস করি। আসুন সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলি। বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, উন্নয়নের বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনে সুরমা, রক্তিম, কংস, মনাই, সুমেম্বরী সহ কোন স্থানে কোন চাঁদা বাজী হতে দেওয়া যাবেনা, চাদাবাজ যদি দলের লোক হউক তারপরেও কোন প্রকার ছাড় নয়, আইনের আওতায় আনা হবে। তিনি প্রশাসনকে সুদৃষ্টি দেওয়া জন্য বলেন এবং অচিরেই চাদা বাজী বন্ধ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।