
মোঃ এহছান এলাহী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর জলঢাকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ-ভারপ্রাপ্ত- মোঃ তছলিম উদ্দিন পদত্যাগ করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় অধ্যক্ষ-ভারপ্রাপ্ত- মোঃ তছলিম উদ্দিন পারিবারিক সমস্যা দেখিয়ে নিজেই পদত্যাগ করেছেন।
তথ্য সুত্রে জানা গেছে- বুধবার রাতে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে কলেজটির সাধারন শিক্ষার্থী- শিক্ষক ও কর্মচারির আয়োজনে দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ তাসলিম উদ্দিনের অবসারনের দাবিতে কর্মবিরতি ও সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়।
এসবের পরিপ্রেক্ষিতে নিজ থেকেই অধ্যক্ষ তছলিম উদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জি-আর সরোয়ার।
এ বিষয়ে অধ্যক্ষ-ভারপ্রাপ্ত- মোঃ তছলিম উদ্দিনের অফিসিয়াল সাইটে দেওয়া মুঠোফোনে-০১৭১২৪৯১১৭৬- একাধিকবার কল করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।