
সাদ্দাম আলী -নীলফামারী থেকে।।
নীলফামারীর জলঢাকা উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।শনিবার দুপুরে পৌর শহরের পেট্রোর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মেহেদী হাসান তুহিন। তিনি উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মোঃ আজম মিয়ার ছেলে। জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যানুযায়ী জানাগেছে,ডালিয়া রংপুর মহাসড়কের পেট্রোল পাম্প ব্রীজের কাছে পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগায় এ দূর্ঘটনা ঘটলে মেহেদী হাসান তুহিন মৃত্যুরবরণ করেন।
জলঢাকা অফিসার থানার ইনচার্জ -তদন্ত- আব্দুর রহিম জানান-দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যাক্তির পরিবার যেভাবে চাইবে, পরবর্তী ব্যাবস্থা সেভাবেই মামলা গ্রহন করা হবে।