
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সনামগঞ্জের জগন্নাথপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস ব্যাপি ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-সচিব আব্দুল লতিফ মোল্লা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ। এতে প্রশিক্ষণার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।