
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। মানুষের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে নব-নির্মিত সেতুটি।
বিগত ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রাণপন প্রচেষ্টায় প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতুর নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও এপ্রোচ সড়ক নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনক্টাকশন। এর মধ্যে চলতি ২০২২ সালের সেপ্টেম্বরে এসে রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। এ সেতুটি সিলেট বিভাগের মধ্যে সব থেকে বড় সেতু। যে কারণে রাণীগঞ্জ সেতু নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।
১৪ সেপ্টেম্বর বুধবার সরেজমিনে দেখা যায়, মূল সেতুর কাজ শেষ হওয়ায় মানুষের আনন্দের শেষ নেই। সেতুটি দেখতে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ দর্শনার্থীরা এসে ভীড় করছেন। এ সময় সেতুর কিছু অংশে রং করা ও স্ট্রিট লাইট বসানোর কাজ চলছে। সেই সাথে সেতুর ধসে যাওয়া এপ্রোচ সড়কে মাটি ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে রাণীগঞ্জ সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ইঞ্জিনিয়ার রাহাত হোসাইন জানান, সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দিন তারিখ ঠিক করলেই উদ্বোধন হবে। উদ্বোধন হলেই সেতুটি চালু হয়ে যাবে। তিনি আরো জানান, সেতুটি উদ্বোধনের আগেই এপ্রোচ সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান ধসে যাওয়া অংশ মেরামত কাজ শেষ করতে পারবে। স্থানীয়রা জানান, সেতুটি চালু হলে ঢাকার সাথে জগন্নাথপুর সহ পুরো সুনামগঞ্জ জেলাবাসীর নতুন যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টি হবে। এতে সার্বিক উন্নয়নে আরো এগিয়ে যাবে এসব অঞ্চল।