
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর ও কালিয়াকৈরে পৃথকভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ” দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্হা “। বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য , র্যালি গাজীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কাজী আজিমউদ্দিন কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে আত্মরক্ষায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: নাসরীন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, কাজী আমিউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ হাওলাদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আবদুল্লাহ আল আরেফীন প্রমুখ।
পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে মানুষ কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে পারবে সেসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়। আত্মরক্ষামূলক এই মহড়ায় গাজীপুর ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং শিক্ষার্থীরা অংশ নেন।
কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্দোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম,কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।