
পলাশ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ।।
পটুয়াখালীর গলাচিপায় বর্তমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থাপনায় জাতীয় জলাতঙ্ক নির্মূল বিষয়ে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সবাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আব্দুল মমিন এর সভাপতিত্বে জলাতঙ্ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: নুরুদ্দিন, ডা: তরিকুল ইসলাম হাসিব, ডা: নাঈমুল ইসলাম লিমন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান
বিশ্বাস, ডাকুয়া ইউপি চেয়াারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
সভায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় কুকুরের টিকা প্রদান করা জনসাধারণকে জলাতঙ্ক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিরলক্ষে। শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, হাট -বাজার গুলোতে যদি ৩ রাউন্ড টিকা প্রদান করা যায়, তবে দেশের
জলাতঙ্ক নির্মূল হবে বলে বিশেষজ্ঞরা মনে করে। এ ভয়াবহ জলাতঙ্ক কুকুরের কামড়, বিড়াল, বেজি , বানরের কামড় বা নখের আঁচড় থেকে হতে পারে । এ ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আব্দুল মমিন সকলকে আহ্বান জানান।