মোঃ আব্দুল আউয়াল খান
কেন্দুয়া -নেত্রকোনা- প্রতিনিধি।।
কেন্দুয়ায় চুরির গরু নিয়ে চেংজানা- সাহিতপুর ও পোড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গরু উদ্ধার করেছে। গত রোববার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ী গ্রামের রইফুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। পরে দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে- যৌথ বাহিনী অভিযানের সময় পোড়ী গ্রামের হাদিস মিয়াকে আটক করা হলে তাঁর তথ্য মোতাবেক রইস্কুলের বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। পরে সাহিতপুর থেকে সুমন নামে এক ব্যবসায়ীকে আটক করে তারা।
গতকাল সোমবার তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। চোরাই গরু নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে কেনাবেচার অভিযোগে থানার এসজাই কামাল আহম্মেদ বাদী হয়ে সোমবার একটি মামলা করেন।
পেড়ী গ্রামের হাদিস মিয়া- রইছুল ইসলাম ও এর সাহিতপুরের সুমন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচজনকে এতে আসামি করা হয়েছে। এসআই কামাল আহম্মেদ বলেন- একটি সংখ্যবদ্ধ চক্র দীর্ঘদিন চোরাই গরু কেনাবেচা করে আসছিল। জল সুমন- হাদিস ও রইস্কুল এর সঙ্গে জড়িত। হাদিসকে
আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তী থানার পরিদর্শক- তদন্ত- মো- ওমর কাইউম বলেন- মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।