নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার’র রামুতে একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে। ওই চিহ্নিত কুচক্রীমহলের ষড়যন্ত্রের প্রতিবাদে অভিভাবক- শিক্ষক- স্থানীয় জনসাধারণসহ ওই মাদরাসার শিক্ষার্থীরা এ মানববন্ধন’র আয়োজন করে।
অভিযোগ উঠেছে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন’র ইসলামিয়া আলিম মাদরাসা নিয়ে একটি কুচক্রীমহল দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন।
মঙ্গলবার ২৮ আগষ্ট সকালে গর্জনিয়া ইউনিয়ন’র টাইম বাজার মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনসাধারণসহ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সমাজসেবক নাজিমুদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন’র অনুষ্ঠান সঞ্চালনা করেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক রেজাউল করিম।
ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল হামিদ- মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু- প্রভাষক মাহমুদা খানম, প্রভাষক মাওলানা আয়ুব আলী, সহকারী মৌলভী জয়নাল আবেদীন- সহকারী শিক্ষিকা রাজিয়া আক্তার- শহিদুল্লাহ কায়ছার- শিক্ষার্থী নুসরাত জাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
বক্তারা বলেন- ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দপ্তরে অভিযোগের কারনে ১৭ মাস পর্যন্ত বেতন ভাতা বন্ধ থাকায় শিক্ষক- কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা চালু করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছন।
বক্তরা আরো বলেন অধ্যক্ষ থাকার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল নিজে অধ্যক্ষ দাবী করে নানা ধরণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার ফলে শত শত শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে।মাদ্রাসা নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধসহ ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা।
এ বিষয়ে রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সভাপতির দায়িত্বে রয়েছেন। মানববন্ধন শেষে শিক্ষক মাওলানা আবদুল মান্নান দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।