কক্সবাজার প্রতিনিধি।।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কক্সবাজার শহরতলীর লিংক রোড হতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ তারেক কে গ্রেফতার করেছে র্যাব-১৫’র সদস্যরা। ওই ধর্ষক কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ হামিদ ও খালেদা বেগমর পুত্র।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার ঝাউবনে ২৪ জানুয়ারী ধর্ষণের ঘটনাটি ঘটে। এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায় বলে তার পরিবারের সদস্যরা দাবী করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শনিবার ২৭ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-সংশোধনী ২০০৩-এর ৯-১-ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান সোমবার-২৯ জানুয়ারি-গোপন সংবাদে জানতে পারে গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী লিংক রোড এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। পরবর্তী র্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ তারেক-১৯-কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তারেক ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।