নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের কার্যাবলি সুচারুরূপে বাস্তবায়নের জন্য স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালি করণে সমঝোতা স্মারক অনুষ্ঠান ফতেখাঁরকুল- কচ্ছপিয়া- জোয়ারিয়ানালা ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনজিও ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও বিএনকেএস’র সার্বিক সহযোগিতা এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর বিসিক।
সোমবার ১৯ আগষ্ট দুপুরে রামু উপজেলা পরিষদর কনফারেন্সর হলরুমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান -ভারপ্রাপ্ত- কামাল উদ্দিন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান কামাল সামশু উদ্দিন প্রিন্স- গর্জনিয়া ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল ও কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনকেএস ভিডিও টুুম্পা তালুকদার- রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম- রামু যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার- রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা ইসলাম নেভী- মোঃ শফিউল আলম- রাগিব রায়হানসহ ইউনিয়ন পরিষদের সদস্য- সদস্যাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন ইউনিটির সভাপতি- সম্পাদকসহ কর্মীগণ উপস্থিত ছিলেন।
নুতন ভাবে বিভিন্ন ইউনিয়নে কাজ করার জন্য এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে বলে সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তাগণ জানান।