জানা যায়- বিগত ছয়মাস পূর্বে ঈদগাঁও বাজারের প্রধান সড়কের এক পাশে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। দেড়মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো সমাপ্ত করা সম্ভব হয়নি। ঈদগাঁও বাসস্টেশন থেকে শুরু হয়ে বাজারের দক্ষিণ পার্শ্বস্থ পর্যন্ত বিস্তৃত বিদ্যমান ড্রেন উন্নয়ন কার্যক্রম।
দীর্ঘদিনের পুঞ্জিভূত পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তি চরমে উঠে। অতিসত্বর নালার কাজ শেষ করে জনভোগান্তি কমাতে অনুরোধ চলাচল রত মানুষের।
৩০ সেপ্টেম্বর সকালে দক্ষিণ চট্টলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ড্রেনেজ কার্যক্রম সরজমিনের পরিদর্শন করে দেখা যায়- বাজারে দক্ষিণ পাশ এলাকায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে ড্রেনের জন্য গর্ত করায় ক্রেতা-বিক্রেতা আসা যাওয়ার লক্ষে দোকানদারেরা সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করছে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক প্রতিনিধি ছৈয়দ করিম জানান, বাজারে ড্রেনেজ ব্যবস্থা করায় ব্যবসায়ীসহ দূরদূরান্ত থেকে আগত সকলে লাভবান হবে। ড্রেনের কাজ চলমান রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়। দ্রুততম সময়ের মধ্যে ড্রেনের কাজ যেন সমাপ্ত করা হয়, সে বিষয়ের প্রতি কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগন উপকৃত হবে। একটু বৃষ্টি হলে বাজার এলাকা প্লাবিত হওয়া থেকে মুক্তি পাবে বাজারবাসী।
ব্যবসায়ী আমির হোসন জানান- ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রায় সময় দোকানপাট বন্ধ রাখতে হয়। দোকানের সামনে মানুষ ও যানবাহন দাঁড়ানোর কোন সুযোগ নেই। দ্রুত ড্রেনের কাজ শেষ করার জোর দাবী।