নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ।।
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বামী কাজম আলী(৬৫) পিতা মৃত:আনছর আলী এবং স্ত্রী জমেলা পিতা মৃত:কালাই মিয়া। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
জানা যায়, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করে।