
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাতে হতদরিদ্র রাজমিস্ত্রি জিসান হোসেন শাহাদাতের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফলে তার বসবাসের শেষ ঠাঁই টুকুনও নিচিহ্ন হয়ে গেছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা খন্দকার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাবেক ইউপি সদস্য নুর নবীর মেয়ে জিসানের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, বাবা-মা সবাই ঢাকায় থাকেন। তিনি তার স্বামী ও ১সন্তানকে নিয়ে এ বাড়ীতেই বসবাস করে আসছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বসতঘর মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়।
রাজমিস্ত্রি জিসান হোসেন শাহাদাত জানান, কত কষ্টে দিন পার করছি। আজ সর্বস্ব পুড়ে গেছে আমার। বসতঘরসহ ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাসের বিকল্প নেই।
রামগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার ফয়েজুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করছি আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শটসার্কিট থেকে। ক্ষয়ক্ষতির পরিমান এ মুহুর্তে বলতে পারছি না।