আলী হোসেন রুবেল,
স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৮ নং পক্ষিয়া পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ভোলা জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বিকালে ভোলা জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আইনি সহায়তা কার্যক্রমের বিশেষ অবদানের সম্মাননা স্মারক প্রদানের সংবর্ধনা অনুষ্ঠানে আলাউদ্দিন সরদার সম্মাননা হিসেবে ক্রেস্ট,জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত ‘সেবার ডাক’ গ্রন্থ এবং একটি কুরআন শরীফ প্রদান করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আলাউদ্দিন সরদার বলেন,আমি ২০২১ সালে ২৬ ডিসেম্বর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করেছি বেশির ভাগ সালিশ মীমাংসার ইউনিয়ন পরিষদের কোর্টেই সমাপ্ত করার জন্য। আমার জানা মতে এ পর্যন্ত প্রায় ৪০০ টির অধিক ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করেছি।
তিনি আরো জানান,২০২২ সালে মোট ২২৩ টি দেওয়ানী মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২০৫ টি এবং ১৮ টি মামলার কার্যক্রম চলমান রয়েছে,৮২ টি ফৌজদারি মামলার মধ্যে নিষ্পত্তি ৭০ টি মামলা এবং চলমান রয়েছে ১২ টি।
এসময় তাকে সম্মাননা প্রদান করার জন্য জেলা ও দায়রা জজ মহসিনুল হক এবং লিগ্যাল এইড কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে ভোলা জেলা ও দায়রা জজ এবং ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য ও শিল্প মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি।
গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মমিন টুলু,জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জনাব নুরুল আলম মোহাম্মদ নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শরীফ মোহাম্মদ সানাউল হক,ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, পাবলিক প্রসিকিউটর জনাব সৈয়দ আশরাফ হোসেন লাবু প্রমুখ।