
মোরেলগঞ্জ- বাগেরহাট- প্রতিনিধি।।
বাগেহাটর মোরলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে পাওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে কাঁদা মাটিতে।
জানাগেছে ২০১৮ সালের শেষ দিকে নৌ-পথে রোগিদের দ্রুততম সময় স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছানোর জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় উপকুলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ প্রদান করে। প্রথমে কিছুদিন অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নদীর ঘাটে বাধা থাকলেও একসময় সেটি উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন খালের ভেতরে তীড়ে উঠিয়ে রাথা হয়। ফলে রোদ বৃষ্টিতে অ্যাম্বুলেন্স বোর্ডটি নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের ৩০ লাখ টাকা ব্যায়ে কেনা অ্যাম্বুলেন্সটি দেখভাল করার কোন জনবল নেই।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন- আমি দায়িত্ব নেয়ার আগে থেকেই নৌ-অ্যাম্বুলেন্সটি নষ্ট ছিল। যতখানি জানি যে- উক্ত নৌ- অ্যাম্বুলেন্সটিতে তেল লাগত অনেক বেশী সে কারণে অনেক রোগির স্বজনরা নিতে চাইতোনা। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে মেরামতের জন্য একাধিকবার চিঠি দিয়েছি। তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়- স্থানীয় ভাবে চালকের ব্যবস্থা করে নৌ-অ্যাম্বুলেন্সটি কয়েক দিন চালানো হয়েছিল। এর আগেও উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সেটিকে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হয়েছিল। সেটিরও চালক ছিলনা- ছিলনা তেলের বরাদ্দও। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পরে স্বাস্থ্য কমল্পেক্সের পুকুরে রাখা হয়। এক পর্যায় সেটি নষ্টহয়ে পুকুরে মাটিতে মিশে যায়।
খাউলিয়া ইউনিয়নের বাসিন্দা মো. ইউসুফ আলী খান বলেন- মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ-অ্যাম্বুলেন্স ছিল এটা আমি কোনদিন শুনিনি আর দেখিওনি। আমি প্রথম আপনার কাছে শুনলাম। কথা হয় উত্তর বারইখালী গ্রামের মো. আবু জাফরের সাথে তিনিও নৌ-অ্যাম্বুলেন্স দেখেননি এবং জানেনওনা।