
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসনে মুখে শিয়ালের কামড়ে একজন নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার(২৫ জানুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ওই নারী বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসাধীন রয়েছে।
ঘটনার বিবরনে ভুক্তভোগি আকলিমা(৪০) বলেন বাড়ি থেকে একটু দুরে তিনি ক্ষেত থেকে পিয়াজ ওঠাতে যায়। কিছু সময় পড়ে হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তার মুখে কামড় বসিয়ে দেয়। এতে তার নাক, মুখ ও চোখের উপর বড় ক্ষতের সৃষ্টি হয়। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাফিজুর রহমান বলেন চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত অবস্থায় ১জন হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি বলেন গত দুই সপ্তাহ আগে চরের একই এলাকা থেকে সাতজনকে শিয়ালে কামড়িয়ে ছিল। তাদের প্রত্যেককে বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হাসপাতালে বর্তমানে র্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি এন্টিভ্যনোম সংকট রয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা দিয়েছি। এ সকল ঔষুধ হাসপাতাল গুলোতে পর্যাপ্ত থাকা প্রয়োজন।
























