
নাঈম ভূঁইয়া, নরসিংদী রায়পুরা প্রতিনিধি:
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ২৩ তলা ছাদ থেকে পড়ে তামিম মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের কাকা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রাসেল মিয়া।
নিহত তামিম মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের ০২নং ওয়ার্ড এর সোনাকান্দি এলাকার বাসিন্দা এবং পারিবারিক সূত্রে জানা যায় যে ২০১৯ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম মিয় এবং প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরে যান তিনি। সেখানে তিনি শাহ আলম শহরে একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে তামিম একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতা বশত ভবনের ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের কাকা মালয়েশিয়ার প্রবাসী মোঃ রাসেল মিয়া জানান, কাজ করার সময় হঠাৎ করে ভারসাম্য হারিয়ে তামিম নিচে পড়ে যান। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে তার মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কোম্পানির মালিক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে প্রবাসে উপার্জনরত সন্তানের আকস্মিক মৃত্যুতে উপজেলার সোনাকান্দি গ্রামে শোকের মাতম চলছে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা ও আত্মীয় স্বজনরা।
তামিমের মৃত্যুতে এলাকাবাসী ও প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

























