
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের এক কিশোরীকে অপহরন করতে গিয়ে তার বাড়ীতে সন্ত্রাসী হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- পার্শ্ববতী হাজীডাঙ্গী গ্রামের মোঃ হোসেন মন্ডলের ছেলে মোঃ শামিম মন্ডল (১৯) ও একই গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে মোঃ নোমান মন্ডল (১৯)। রবিবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে ফরিদপুর কোর্টে চালান করা হয়েছে।
জানা যায়, গত ১৬ জানুয়ারী বিকেলে উপজেলার বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের এক কিশোরী (১৩) কে প্রকাশ্যে অপহারন করতে গিয়ে পরিবারের বাঁধার মুখে পরে বখাটে দল। পরে রাগে ও ক্ষোভে সন্ত্রাসী বখাটে দল কিশোরীর বাড়ীতে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়। বখাটেরা রাম দ্যা, চাইনিজ কুড়াল, চাপাতি ও ছুরি নিয়ে কিশোরী পরিবারের সদস্যদের মারধর সহ স্বর্ণালঙ্কার লুটপাট করে। বখাটেদের তান্ডবে কিশোরী পরিবারের সদস্যরা বিল্ডিং বাড়ীর ছাদে উঠে গেইট লক করে জীবন বাঁচায়।
এ সময় বখাটে গ্রুপ ঘরের মধ্যে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করতে থাকে এবং অন্যান্য ঘরের টিনের বেড়া কুপিয়ে বিনষ্ট করে রাখে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ ছুটে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে কিশোরী পরিবারের সদস্যদের রক্ষা করেন।।
এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৭, তাং-১৭/০১/২০২৬ খ্রি.। এ মামলায় সাতজন আসামীর মধ্যে প্রধান দুই আসামী গ্রেফতার করে কোর্টে চালান করেছেন পুলিশ। বাকী আসামীরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই রিফাত হোসেন জানান,“ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার করে চালান করেছি। বাকীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ”।
























