
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোমান (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও. বাসস্ট্যান্ড সংলগ্ন কাইয়ুম মিয়ার একতলা ভবনের ছাদের চিলেকোঠায় টিনশেড ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন রোমান। তিনি পটুয়াখালী জেলার দশমীনা থানার দক্ষিণ আদমপুর এলাকার মোঃ মজিবর বিশ্বাসের ছেলে।শনিবার সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে প্রতিবেশীরা তার ভাড়াকৃত কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে শনিবার ভোর সাড়ে ৬টার মধ্যে যেকোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
























