
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুঁইঘড় এলাকায় জুলাই শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও গণসংযোগ করেছেন।শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ভুঁইঘড় এলাকায় এ সাক্ষাৎ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির উক্ত দুই নেতা সঙ্গীয় ৪০-৫০ জন নেতা-কর্মীসহ শহীদ আদিলের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।গণসংযোগ কার্যক্রম শেষে হাসনাত আব্দুল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে আব্দুল্লাহ আল আমিন সঙ্গীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখেন।
এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়।
























