
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. মজিবুর রহমানকে বিজয়ী করতে কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী মোল্লা। বক্তব্য রাখেন হযরত আলী মিলন, বেলায়েত হোসেন বিল্লাল, মুহসীন আলী মোল্লা প্রমুখ।
























