
চঞ্চল,
লালমনিরহাটে পৌষের হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ও সীমান্ত ব্যাংক। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২৭০ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মানবিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উত্তরাঞ্চলের তীব্র শীতে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে বিজিবি ও সীমান্ত ব্যাংক লালমনিরহাট শাখার এই যৌথ প্রচেষ্টা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকে। এই তীব্র শীতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও প্রশমিত করবে।” তিনি আরও যোগ করেন, দেশের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। তারা মনে করেন, সীমান্ত রক্ষার কঠিন কর্তব্যের মাঝেও বিজিবির এমন মানবিক কাজ সাধারণ মানুষের সাথে বাহিনীর সেতুবন্ধনকে আরও মজবুত করবে। অনুষ্ঠানে বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

























