
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকায় নূর মেম্বারের বাড়ি সংলগ্ন জয়নালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিনের অনুসারী এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জয়নালের অনুসারীদের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর অনুসারী, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি মো. ইউনুস মাস্টারের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ চারটি চকলেট বোমা বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযানে আকাশ (৩৬), জুয়েল (৪০), রিয়াজুল (২৮), মেহেদী হাসান দোলন (৩২), জিহাদ (১৫), রাজিব (৩৫), হানিফুর রশিদ (৪৯) ও মো. জয়নাল আবেদীন (৫০) নামের ৮ জনকে আটক করে।এ সময় জয়নালের বাড়ির সামনে একটি খালি জায়গা থেকে একটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফতুল্লা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

























