
মোঃ এন.রহমান নয়ন,
বরমা ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রায় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু ঠিক এক বছর আগেও বরমাবাসী এখান থেকে ফ্রী প্রাথমিক চিকিৎসা নিতে পারতো। অথচ খোঁজ নিয়ে জানা গেছে সরকারের পক্ষ থেকে এই সেবা কেন্দ্র জন্য প্রতি মাসে ডাক্তার, স্টাফ ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ আসে। আফসোসের বিষয় হচ্ছে, এর মধ্যে এই অনিয়ম ও দূর্নীতি বরমা কারও চোখে পড়ে নাই।
উক্ত বিষয়টি শেবন্দী রাইডার্স এফসি নজরে আসে এবং রাইডার্সে পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উধ্বর্তন কর্মকর্তা কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়! এবং তাৎক্ষণিক তারা স্বশরীরে উপস্থিত হয়ে বিষয়টি অবগত হন। বিষয়টি নিয়ে বরমাবাসীর নিকট দুঃখপ্রকাশ করেন।
সাথে এটাও আশ্বস্ত করেন এখন থেকে স্বাস্থ্য সেবা প্রতি সপ্তাহে আপাতত রবিবার ও মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পযন্ত খোলা থাকবে। উক্ত স্বাস্থ্য কেন্দ্রের জন্য ডাক্তার নিয়োগে কাজ চলমান আছে।ডাক্তার নিয়োগে হয়ে গেলে আগের মত নিয়মিত সেবা প্রদান করা হবে।
শেবন্দী রাইডার্স এফ সি এর পক্ষ থেকে ২টা বিষয় নিয়ে আবেদন করা হয়, প্রথমত স্বাস্থ্য সেবা কেন্দ্র আর উন্নত সেবার জন্য প্রয়োজনীয় জিনিস সরকার পক্ষ থেকে বরাদ্দ করা, দ্বিতীয়ত স্বাস্থ্য সেবা কেন্দ্রে টিকা কেন্দ্র গড়ে তোলা।
চলমান সমস্যা দ্রুত সময়ে সমাধান করার বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা ।

























