
শওকত আলম, কক্সবাজার:
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত কার্ড বিতরণ ও অভিষেক অনুষ্ঠান–২০২৬ইং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১ ঘটিকায় কক্সবাজার জেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার সিকদারের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম কোম্পানি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি স্কাই এয়ার ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং ডাইরেক্টর মেজবাহ উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোছাইন জিসান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলম কোম্পানি বলেন,
“মানবাধিকার রক্ষায় সার্চ মানবাধিকার সোসাইটি যে ভূমিকা রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠন ভবিষ্যতেও সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করবে বলে আমার বিশ্বাস।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী মুন্না বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”
এসময় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, নুর মোহাম্মদ, আক্তার উদ্দিন ফারুকী, সালাউদ্দিন কাদের, মোহাম্মদ সাহেদ এবং আইন বিষয়ক সম্পাদক শওকত আলম প্রমুখ। বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত সদস্যদের মাঝে পরিচয়পত্র (কার্ড) বিতরণ ও অভিষেক কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















