
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে “দক্ষিণ মিঠাছড়ি সমাজ উন্নয়ন কমিটি’র আত্মপ্রকাশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ ডিসেম্বর এশার নামাজের পর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক দুদু মিয়ার সভাপতিত্বে পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা মাষ্টার নুরুল হক।
আলোচনা করেন মাওলানা হাফেজ ইয়াকুব, মাওলানা সিরাজুল হক সিরাজ, আমান উল্লাহ সওদাগর, আজিজুল হক দুদু মিয়া ও আবদুল করিম ভুট্টো।
মাষ্টার আবদুল জব্বার জানান এলাকার ১৮ জন গন্যমান্য ব্যক্তি উপদেষ্টা ও ইউপি সদস্য আজিজুল হক দুদু মিয়া সভাপতি ও আবদুল করিম ভুট্টোকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সবার মতামতের ভিত্তিতে যার নাম করণ করা হয়েছে “দক্ষিণ মিঠাছড়ি সমাজ উন্নয়ন কমিটি”।
এসময় মাওলানা মোকতার আহমদ, মোজাম্মেল হক, আবদুর রহমান মুসা, মাওলানা শফি, শাহজাদা মামুন চৌধুরী, জিয়া উর রহমান, কামাল হোসেন, নুর মোহাম্মদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যে কোনো মূল্যে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষ যাতে নিরাপদ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে।
সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ইভটিজিং, জুয়াখেলা ও মাদক ব্যবসা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলাই দক্ষিণ মিঠাছড়ি সমাজ উন্নয়ন কমিটির লক্ষ্য।
নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব পালন কালে এলাকাবাসী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জবারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমদ।















